আমার মত ছেলে অনেক আছে
যারা মনের মানুষ চায় কাছে
কোনো নতুন প্রেমের আশায়
একটুখানি ভালোবাসায়
মনটাকে ভরিয়ে বাঁচে
কবে সে কাছে আসবে
কবে যে ভালোবাসবে
সারাদিন সেই নিয়ে
ভাবনায় যাই হারিয়ে ।

সকাল হলে মনে চিন্তা
একা কি করে কাটবে আমার দিনটা
ভরা এই যৌবনে হায়
জ্বলছি একি জ্বালায়
বুকের মধু শুধু ছলকায়
তোমায় না পাওয়ার নিরাশায়
দুচোখে অশ্রু উছলায়
বসে আছি ঘন বরষায়
একি নিদারুণ দুরাশায় ।

দুপুর হলে আমি কেবল ভাবি
মন তুষের আগুন কি করে নেভাবি
দিন রাত জ্বলছে যে মন
কমাবি কি করে প্রেমানল
হচ্ছে বুকের ভেতরটা ছারখার
তবু ভালোবাসার স্বপ্ন দেখি বার বার
মায়াবী বিকেলে সূর্যি ডোবার পালা
ভিতরে আমার বহ্নি জ্বালা
সেটা বুঝলোনা ওই প্রেমের কালা ।


সন্ধ্যা নামার একটু আগে
যখন আকাশে গোধূলির রং লাগে
চারিদিকে একরাশ নিরবতা
শুধু নীড়ে ফেরা পাখিদের কত কথা
তখন তোমার আসার আশায় আমার মন
যেনো হয়ে উঠে এক ফুলোবন
একটি একটি কুড়ি ফোটাতে থাকে
সাঝি ভরে তাকে তোমার জন্য সাজিয়ে রাখে ।

রাত্রি যখন নামে তখন আমার
ক্লান্তিহীন দুইচোখ নিদ্রাহীন
মনে তোমায় পাওয়ার আশা খুবই ক্ষীণ
শেষ হলো আবার এক বিরহের দিন
স্তব্ধ পৃথিবী তবুও অন্তরে কোলাহল
আনচান আনচান মনে আমার ভাবনা
আমি কি তোমায় কোনোদিন পাবোনা ?
ভাবতে ভাবতে দুচোখ বুজে আসে
কবে পাবো তোমায় শয়ন পাশে ।