বাশুরিয়া গো কেনো বাজাও
তোমার পোড়া বাঁশি
ওই বিষের বাঁশী বড্ড ভালোবাসি ।
তোমার বাঁশের বাশুরি
তার মধুর সুর
জানে আকর্ষণের জাদুকরি ।
আমার মন টানে তোমার পানে
থাকতে না দেয় বাঁশি ঘরে
আবার কাছে গেলে যায় দূরে সরে ।
সুরের মায়াবী জাল বুনে
মন পাখি করে শিকার
তবুও আমি যাই বার বার ।
রাতে নিশির ডাকের মত ডাকে
আজ ছুটে গিয়ে ধরবো তাকে
মনে হয় বশুরিয়া তমাল তরুর ফাঁকে ।
বাঁশি শুধুই জানে
সুরে সুরে ভালোবাসা
সে ভুলে গেছে কাছে আশা ।