লাল আবিরে ফাগের খেলা
আকাশে আজ রঙের মেলা
নীল আকাশের সঙ্গে খেলে
পলাশ কৃষ্ণচূড়া 2
আয় লো সখি রং মাখিয়ে
খেলবো সবাই মোরা ।

কোকিল বধূ ডাকছে ওই
তমাল তরুর কোলে
দেখ নীলামবরী শাডি পরে
রাধিকা যমুনায় যায় চলে 2
গাগরী ভরনের ছলে
পথের বাঁকে তরুর তলে
দারিয়ে শ্যামরাই
দূর থেকে ওই বিষের বাঁশি
ডাকছে রাধা আয়।

সখিরা বলে আজ এই দোল পূর্ণিমার দিনে
রঙের খেলা ছেলবো বধূর সনে
আর আবির ছরাবো ভুবনে
শ্যাম বলে আজ বসন্তের রঙে
রাঙে এই হিয়া
পিচকারির রঙে রাঙাবো তোমায়  প্রিয়া
কুসুম সাজে সাজাবো রাজনন্দিনী
আমার প্রাণের বিনোদিনী ।

পিচকারির রঙ মারিব তব গায়ে
লাল আবিরে রাঙাবো রাঙা পায়ে ।
নানা রকম রঙে আজি খেলবো
তোমার সনে
ছাড়িবনা হে প্রিয়া তোমায়
আজ এই হরির দিনে ।