ঘুম ভাঙে মোর সকাল সকাল
Walter kaufmann এর সুরে
তারপর নানা রকম অনুষ্ঠান
সারাদিন আমায় আনন্দ দেয় ভরে ।
সাত সকালে খবর হোক
বা হোক বিনোদন - গান
সকাল, দুপুর, সন্ধ্যা, রাত
আকাশবাণী আমার প্রাণ ।
সকালে যখন ঠিক সাড়ে সাত
রেডিওর নব ঘোড়ায় আমার হাত
পৌঁছে যাই তরঙ্গের পিঠে চড়ে
সঞ্চয়িতা র হিন্দি অনুষ্ঠানের আসরে।
সকাল ন'টা মানেই গানের ভেলায় বসে
ঘুরে আসি গানের দেশে,
কত রকম গান
শুনে জুড়ায় আমার মন প্রাণ ।
এগারোটা মানেই যুববানীর অনুষ্ঠান
সাড়ে এগাোটায় আবার শুনতে হবে
মৈত্রী তে রম্যগীতির প্রিয় গান ।
বারোটায় শুনি গানের ইন্দ্রধনু
নয়তো শুনি গোল্ডেন মেলোডি
পাশ্চাত্য সুরের গানে নিজের
মন প্রাণ ভরে তুলি ।
বিকেল পাঁচটায় মনের মত গান
সন্ধে হলে শুনতে হবে চয়ন অনুষ্ঠান
আবার ওদিকে আটটা থেকে
শোনা যাবে নানা রঙের গান ।
রাত মানেই পাশ্চাত্য সঙ্গীতের সুরে
সঞ্চয়িতা প্রচার তরঙ্গ ওঠে ভরে
রাত দশটায় গীতাঞ্জলি তে জলসাঘর
একের পর এক ভালো অনুষ্ঠান
আকাশবাণী তে পর পর ।
রাতের বেলা শাস্ত্রীয় সঙ্গীত
তারপর হারানো দিনের গান
রাত বারোটা বাজলেও চলতে থাকে আকাশবাণী
শুনতে থাকি DTH বাংলা পরিষেবার অনুষ্ঠান ।
সুযোগ পেলেই শুনতে থাকি
সারাদিন নানান অনুষ্ঠান
বিশ্বাস করো নাইবা করো
রেডিও আমার প্রাণ ।
বিশ্বাস করো নাইবা করো
রেডিও আমার সব,
রেডিও ছাড়া বেঁচে থাকা
কভু হবে না সম্ভব।।
রেডিও ছাড়া কোনো কাজে
বসে না-তো মন,
তাইতো তারে কাজের ফাঁকে
রেডিও শুনি সারাক্ষন।