এক চিলতে রোদ্দুরে মুখোমুখি দুটি মানুষ
পথের দু'ধারে সীমানায় চলমান।
তাদের মাঝে নেই কোনো সন্ধিক্ষণ, নেই যোগাযোগ
তবুও দু'টি মানুষের মাঝে সমজ্জস্যতা এই
দু'টি মানুষই অজানার পথে ধাবমান।
আমি সেই দুটি মানুষের মধ্যমাতে দাড়িয়ে
দিকভ্রান্ত মেঘমালার সাথে কথা কইছি,
আর জানিয়ে দিচ্ছি
দুটি মানুষই দু'জনকে কতটা ভালবাসে।
হয়ত কথার শব্দমালায় বন্দী হয় না তাদের অনুভুতি,
হয়ত স্পর্শে স্পর্শে তারা খোজে না সুখ,
তবু দুটি মানুষ দুজনকে ভালবাসে।
তারা কি জানে সেটা?
আজ তারা জেনে নিক
কতটা আপন একজন অন্য থেকে,
কতটা অপরিপূর্ণ
এক জন অন্য থেকে দুরে থেকে।
০১.০২.২০১৫
নোট: গত বছর লিখেছিলাম আমার এক বন্ধু মামুনুর রশিদ (মুক্তা'র) জন্য ।