আজ বেশ কয়দিন পর কবিতার আসরের আড্ডায় ঢুকলাম। একটা বিষয় আমার কাছে কেমন যেন লাগল। এর আগেও কয়েকদিন অল্প সময়ের জন্য ঢুকে তখনও লক্ষ্য করেছি। জ্বি, বিষয়টি হলো, আড্ডার আসরে প্রতিদিন একটি নির্দিষ্ট বিষয় উল্লেখ থাকে এবং এই বিষয়টি নিয়ে সকলে আড্ডা দেয়া হয়। বা অনুভুতির আদান প্রদান করা হয়, পূর্বে এমনটাই হতো, কিন্তু বর্তমানে দেখছি বিষয়ের তোয়াক্কা না করে শুধু মাত্র নিজেদের মনের মত কিছু কথা লিখে আড্ডায় অংশগ্রহণ করছেন অনেকে। তাহলে আড্ডার নির্দিষ্ট বিষয় দিয়ে দেয়ার অর্থ কি? আর আড্ডার ই বা দরকার কি? আমার যতটুকু মাথায় ধরে আড্ডা শুধু সময় নষ্ট করা নয়, আড্ডা হলো প্রতিদিন নতুন নতুন জ্ঞান অর্জনের একটা মাধ্যম। যাই হোক আমি নগন্য এক মানুষ আমার ইচ্ছে হলো কথাগুলো লেখার লিখে দিলাম। আমার বাকি বন্ধুরা ও হয়তো আমার সাথে একমত হবেন। আশা করি পরবর্তীতে আমরা সবাই যদি আড্ডা দিতে চাই তবে আমাদের সম্মানিত এডমিন কর্তৃত নির্ধারিত বিষয়ের উপর ই যেন কথাবলি, মতামত প্রকাশ করি। তাতে অনেক কবি বন্ধু, যাদের কোন বিষয়ে জানার কমতি থাকে তারা হয়তো এই আড্ডার আসর থেকে তাদের জানার সীমাকে প্রসারিত করে তাদের লিখনি আরও শক্তিশালী করতে পারবেন। ভাল থাকুন সবাই।
আলোচনাটি ৫২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৯/১১/২০১৫, ১০:০৯ মি: