এক.
রাজন_____
ঘাস ফড়িং দেখছো?
সবুজ ঘাসে ঘাসে লাফাইয়া বেড়ায়
কেমন তার ছটফট ভাব।
আমার মনডা আইজ ঘাস ফড়িং!
একদণ্ড স্থির থাকেনা কোন গন্তব্যে
যেমন ছুইটা বেড়ায় সীমানা থাইকা সীমানায়।
ঘাস ফড়িং হয়তো খুঁইজা বেড়ায় কিছু
তাই তার বিরামহীন চলাচল, কিন্তু
আমি কি খুঁইজা ফিরি, জানা নাই
কোন গন্তব্য আনবো আমার স্থিরতা?
তাও জানা নাই-তয় কেন এমন
ছটফটানি মনে সারাক্ষণ?
তয় কি আমার মনডা
আমারই মতন ক্ষয় হইয়া গেছে?
নদীর ভাঙ্গনের মতন জোয়ারের টানে।
হয়তো তাই-নষ্ট হইয়া গেছে
জীবনের সব আকাঙ্খা, ভালোবাসা
মধুর স্মৃতি।
(প্রত্যুত্তরে........................_)
দুই
_____খোকন
আমি তার কিছুই জানিনা
তয় কেন যেন মনে হয়
ভাইসা বেড়াই
দূর আকাশে।
প্রজাপতি হই, কখনো কাঁশফুল
তারপর ঘুমাইয়া পড়ি সবুজ ঘাসে।
নিরাভরণ হইয়া এলোকেশে
জড়াইয়া ফেলি নিজেরে,
কেন জানি ভয় হয়
যদি হারাইয়া যাই
যদি নিজেরে খুইজা না পাই
তোমার চোখে।
(জবাবে..................)
তিন
রাজন_____
তুমি এহনও ভালোবাসার স্বাদ পাও নাই
তাই তোমার ইচ্ছা হয় এলোকেশে
কাঁশফুলের গড়নে স্বপ্ন নিয়া ঘুমাইতে।
তুমি এহনও বুঝতে পারো নাই
যে ভালোবাসা বুকের মাঝে দিন রাইত
পরশ বুলায় মমতার সবটুকু উজার কইরা
সেই ভালোবাসার বিষ কতটা মারাত্নক।
শেষ বিকালের উষ্ণতা যেমন ভালা লাগে
ভালা লাগে দূর আকাশে
অচিন পাখির ডানা ঝাপটানো
কিন্তু সব মিলায়ে যায় সূর্য্য ডোবার লগে।
এইতো মাইনষের জীবন, সুখ আর
বেদনায় ভরা খুব স্বল্প অথচ
পূর্ণতায়-যতি ভালোবাসার
পূর্ণতা পায় এই হৃদয়।
(অবশেষে....................)
চার
____ খোকন
ছন্নছাড়া জীবন আমার
এই আছে এই নাই
কেমন এই জীবন ধারা?
বহমান নদীর জীবন;
ভেসে বেড়ায় নিজের মতন
কল্পলোকের অচিন ভূবন
তোমারই মাঝে হলো সারা।
(বিঃদ্রঃ আমি আর আমার বন্ধু, সহপাঠী, সহকর্মী কোন এক অলস সময়ে বসে বসে কাব্য চর্চা করতে করতে যা তৈরী হয়েছিল। আজ সে কোথায় কেমন আছে জানা নাই তবুও আমার সেই বন্ধু খোকন কে এই কবিতাখানি দিলাম)