অনেক দিনের আদরের পোষা
এই হৃদয়ের খাঁচায় ভালবাসার ছোট পাখিটিকে
সেদিন খেয়াল করে দেখলাম বড্ড চঞ্চল হয়ে উঠেছে। তার ডানায় এখন উত্তাল সমুদ্রের উদ্দামতা,
সে এখন উড়তে শিখেছে।
ভেবে দেখলাম যার অধিকার সীমানা থেকে সীমানা, দিগন্ত থেকে দিগন্তে ছুটে বোড়োবার
মিছেই তাকে যেন বন্দি করে রেখেছি ছোট পিঞ্চরে। আমার সাধ্য কি সেই উদ্দামতাকে আটকে রাখি?
তাই সেই চিরচেনা সারীকে এই পৃথিবীর
চির সবুজ প্রকৃতি, বিশাল খোলা আকাশ ও দিগন্ত জোড়া মাঠে ছেড়ে দিয়েছি।
এখন সে মুক্ত কোন পিছুটান তাকে ব্যথা দেবে না। কোন ক্ষুদ্র স্থানে সে বন্দি থাকবেনা,
উড়ে বেড়াবে দিগন্ত থেকে দিগন্তে।
আজ সমস্ত মন, হৃদয় কিছুটা হালকা হলো।
এই ভেবে আজ থেকে আমার ভালোবাসার
কোন কষ্ট হবে না।
সে কেবলই সুখের হাসিতে হাসবে।
আমায় সে মনে রাখুক বা নাই রাখুক
এই কেবল ভাববো-
সেই পাখিটিকে কখনো দেখিনি কিংবা
তাকে হৃদয়ে লালন করাটা কেবলই
একটি দুঃস্বপ্ন;
আমি চাই না সেই মুক্ত বিহঙ্গ
আবার ফিরে আসুক এই হৃদয়ে।
আমারতো গড়ার সামর্থ্য নেই - কেবল ভাঙা ছাড়া। হৃদয়ের গহীনে একটা আশাই চির জাগ্রত থাকে।
এখন থেকে ভালো থাক ও,
কোন পিছুটান আর বিচলিত করবে না।
কোন মৌনতা আমায় গ্রাস করবে না।
আমি ভালো আছি, থাকবো।