আমার সকল কাজে তোমার স্পর্শ
সকল স্মৃতিতে তোমার স্পর্শ
সকল সময় রয়েছো সমস্ত অস্তত্ব জুড়ে।
ঐ দুটি কালো চোখ, গোলাপী ঠোঁটের হাসি
দুটি কোমল হাতের হাতছানি
কালো কেশের মাঝে বিলিয়ে দিয়ে
আজ আমি একাকী, নিঃসঙ্গ।

দুঃখের পর যেমন সুখের স্পর্শ পাওয়া যায়
তোমনি তোমার র্স্পে, সান্নিধ্যে
একটু সুখ, অনাবিল শান্তি পেতে চেয়ে
কেবল কষ্টই পেলাম।
সুখ নামের সূক পাখিটা বিদায় নিয়েছে
তোমারই চোখের ইশারায়
আলিঙ্গনে, তোমার স্পর্শে।

এইক্ষণে আমার কাছে তুমি শুধুই অতীত স্মৃতি
তবুও সকল কাজে, স্মৃতিতে
তোমার স্পর্শ পাই, শুধু তোমারই।


০১-০৩-২০০০