আমার ভালালাগে রবী ঠাকুরের
সন্ধ্যার মেঘমালা
ভালোলাগে পূব আকাশে উদিত
ঝলমলে লাল সূর্য্য
ভালোলাগে বৃষ্টির রিমঝিম শব্দে
গুনগুনিয়ে গেয়ে যেতে ঘুম পাড়ানী গান
কথা বলতে আপন মনে মধুরকন্ঠী
নাম না জানা হাজারো পাখির সাথে;
ভালোলাগে সকালের হিমেল হাওয়া
সবুজ মাঠের আঁল ধরে বহুদূর হেঁটে যাওয়া
ঐ দূর নীলিমায় দৃশ্যমান পাহাড় চূঁড়ায়
সদ্য ফুটন্ত কোন জংলী ফুল।

আমার ভালোলাগে শীতের চাঁদরে জড়িয়ে থাকা
সবুজ শ্যামল গায়ের কৃষকের ক্লান্তি মাখা হাসি,
নদীর তরঙ্গায়িত ধ্বনি, পাল তোলা
ডিংগী নৌকার উদাসী মাঝির ভাটিয়ালী সুর;
নদী পাড়ে কাঁশফুলে বয়ে যাওয়া
বাতাসের উদ্দ্যাম; চঞ্চল নৃত্য;
বৈশাখী ঝড়ে পৃথিবীর বুকে
আলোড়িত মেঘের গর্জন।

আমার ভালোলাগে রাত জাগা বিরহী পাখির ডাক
ঐ দূর আকাশে নির্ঘুম রাত জাগা সেই
নিঃসঙ্গ আধখানা চাঁদ;
খেলা আকাশের নীচে খোলাছাদে
এলোকেশে উদাসীন তোমার দাড়িয়ে থাকা
আর ভালোবাসি
কেবল
একটুকরো জলন্ত সিগারেট।
২৮-০৫-২০০০