সেদিন পথে যেতে যেতে কখন যে ভুলে গেছি
আমার গহন্তব্য কোথায় তা মনে পড়লো;
মনে পড়লো এমনই সময় যখন
সময় ফুরিয়েছে।
এভাবেই ফুরিয়ে যায় সময়
কালের গর্ভে হারায় বর্তমান,
আশ্চর্য লাগে ভাবি যখন
এই মুহুর্তটা কিছুক্ষণ পরই পেরিয়ে যাবে;
আজকের চাওয়া পাওয়া আগামীদিনে
এমন ভাবেই পাওয়া হবে না, চাওয়াও না।
সত্যিই তো এটাই যে প্রতিটি মুর্হর্ত ক্ষণ
তার নিজস্ব রূপে প্রকাশিত; তবু কেন
একই রকম কের সব কিছুই
পেতে চায় এই দু'পেয়ে প্রাণীগুলো।
সময় ফুরিয়ে গেছে, ধরে রাখতে পারিনি
রাখা যে যায় না চিরতরে তাও মানি
আমিও একদিন হারিয়ে যাবো;
বিলিন হয়ে যাবো এই অনন্ত
ধুলোরাশির মাঝে-হ্যাঁ
এটাই যে সত্যি, এটাই যে জীবন নামের
অব্যর্থ কর্মপিরকল্পনার রূপকথা।
২০-০৫-২০০২