আমিও মানুষ এই পৃথিবীর ক্ষুদ্র সময়ে
আমারও আছে আশা-আকাঙ্কা,
পাওয়ার আনন্দে মিছিলে যাবার।
সেই পথে যে আমায় পথ হারা করে রেখেছে
তোমার ছলনার অন্তরালে।
দিগভ্রান্ত পথিকের মতো
নিরবে হেঁটে যাই দুর দূরান্তরে
যে পথে মুক্তির আলো বিচ্চুরিত হয় না
যে পথ ধুলোয় লুটোপুটির আনন্দে ভরা।
চঞ্চল ঘাস ফড়িং এর চঞ্চলতা
আমায় অভিভূত করে না, আন্দোলিত হয় না হৃদয়।
ধরো কোনদিন পথ ভুলে তোমার দুয়ারে
কড়া নেড়ে যদি বলে উঠি ওগো বন্ধু
আমায় পথ দেখাবে-সাথে নেবে?
সেই পথে যেখানে আলোকিত চারদিক
জোনাকীর মিছিলে,
সেই পথে যেখানে হাতে হাত রেখে
বলবে শুধুই ভালবাসি, ভালোবাসি।
আজ কেবলই সেই পথের পানে চেয়ে রই
আমার এই পথ চাওয়া কি
কখনো ফুরোবে না?
০৭-০৯-২০০৩