এই উত্তপ্ত পৃথিবীটাকে শীতল করতে
আকাশের বুক চিড়ে ঝড়ছে বৃষ্টিধারা;
তখন ঘড়িতে রাত্রি দ্বি-প্রহর
আমার হাতে জলন্ত সিগারেট,
ভাবছি আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ
সবাই যেখানে ঘুমিয়ে
আমি একা জেগে-অসহায় , নিঃসঙ্গ প্রাণে।

ভাবতে ভালো লাগছে
ভাল লাগছে অতীতের স্মৃতিচারণ করতে
কত সুখের অঞ্জন ছড়িয়ে, রঙ্গীন দ্বীপ জ্বেলে
স্বপ্ন দেখতম, পথ চলতাম,
কতোদিন ঐ মুখপানে চেয়ে থেকে
ঠোঁট দুটো কাঁপিয়ে বলতে চাইতাম
ভালোবাসি।

কিন্তু অপারগতা নামক শব্দটির কাছে
বারবার হেরে গিয়েছি-বলা হয়ে উঠেনি
হৃদয়ের লুকোনো কথামালা,
যে কথা হৃদয়ে ধারণ করেছি,
অজশ্র রাত্রি জেগে জেগে

আজ তুমি আমার নেই
হয়ে গেছো অন্য কারো
যাকে অপারগতা আটকাতে পারেনি
মুখ ফুটে বলতে পেরেছে
তার হৃদয়ের ভাষা, হৃদয়ের কথন
এ আমারই অযোগ্যতা, আমারই ভুল
এত কাছে যেয়েও পারিনি
হৃদয়ের বাগানে ফোঁটাতে ভালোবাসার ফুল।

দুঃখ করিনা, দোষও দেবার নেই কিছূই
কি হবে দুঃখের সাগড়ে তরী ভাসিয়ে
শুধুইতো হতাশায় কাটবে সময়গুলো
তবুও ভাবনা আসে, ভাবতে যে ভালোলাগে
অতীতের সেই সব মাধুকরী দিন
আর মধুর সব স্মৃতি।


১১.০৮.১৯৯৯