১৫টি বছর !
খুব কম নয় সময়টা,
তবু সময়গুলোকে পার করতে খুব কষ্ট হয়নি,
তুমি চোখ বড় বড় করে জিজ্ঞেস করেছিলে "কেন"
আমি বলেছিলাম, কখনো মনে হয়নি তুমি দূরে আছো।
কিন্তু কেটে গেছে ১৫ টি বছর।

আমি জিজ্ঞেস করেছিলাম "আমার কথা মনে পড়েনি তোমার"
পড়লেই বা কি?
আমায় দেখতে ইচ্ছে করেনি?
করলেই বা কি?
কি পাষান তুমি?
তুমি হেসেছিলে, বলেছিলে "আপনিও তো কখনো আসেননি।
আমি এসেছিলাম, খুব চেয়েছিলাম একটু দেখতে
তোমার অনিন্দ সুন্দর চোখদুটো.
তুমি বিস্ফারিত চোখে চেয়ে বলেছিলে
আপনি একটিবার ডেকে দেখতেন আমি আসতাম কি না।

ডাকিনি ভয়ে, তোমার সাজানো নতুন সংসার
নতুন পরিবেশ যদি দুঃখবারে তাই ডাকিনি।
আপনার চোখদুটো কিন্তু এখনো আগের মতোই আছে,
আমি চোখে চোখ রেখে বলেছিলাম "তোমারটা ও তো তাই"
তারপর দীর্ঘক্ষণ নীরবতা,

তোমার চোখ জুড়ে বিষন্নতা এসে ভর করলো
তোমার হাতটা একটু ধরবো?
তুমি হেসে বলেছিলে,
১৫ বছর পর নতুন করে ভুল নাই বা করলাম,
আগে যে ভুল করিনি আজ কেন চাইছেন?
চাইলে তখনি ধরে রাখতে পারতেন-
আমি দাঁতে দাঁত চেপে বলেছিলাম- আমি চেয়েছিলাম,
আমি রাখতে চেয়েছিলাম, আমি ভালোবেসেছিলাম .
তুমি চোখ নামিয়ে বলেছিলে " আমিও"
তাহলে?
লোক হাসতে চাইনি বলে-
আমি হেসে উঠেছিলাম, ওর চোখের গভীরে লুকানো দুঃখগুলো
না পাওয়ার যন্ত্রণাগুলো স্পষ্ট ভেসে উঠলো-

আমার একা নিঃস্বঙ্গ রাত কাটেনি,
আমি একা যন্ত্রনায় কাটাইনি ১৫ টি বছর.
তুমি ও পুড়ে পুড়ে দগ্ধ হয়েছো, এতটা ভালোবেসেছ আমায়?
বুকের ভিতর থেকে দীর্ঘশ্বাস ডুকরে ওঠে,
আমি ফিরে এসেছি- পিছু ফিরে চাইনি
যদি মায়ায় পরে যাই,
১৫ বছর যে প্রশ্নটি করতে চেয়েছিলাম
আজ উত্তর টা পেয়ে বুকটা হালকা লাগছে,
আমি এই সুখটা নিয়ে কাটিয়ে দিবো সহস্র বছর.
তুমিও আমায় ভালোবেসেছিলে, আজও বাস।
দুক্ষ কি? এটুকু জানতে যদি পেরিয়ে যায়
১৫টি বছর.