প্রেম আসে না, প্রেম নিভে যায়
এতদিন এতটা কাজের ভিড়ে...

এখন মাথায় চিন্তা দপদপিয়ে ওঠে
জিভের অসারতায় ওষ্ঠ শুকিয়ে যায়
বলতেও পারিনা- না বলা কথাগুচ্ছ
কখনো হৃদয়ে ঘনঘোর বর্ষা নামে
আকাশ রেখে যায় সাদা মেঘপুচ্ছ..

কত মানুষ কতভাবে বুঝেছে আমায়
আমি কি সত্যিই সহজবোধ্য?
অকারণে তো বহু লিখেছি কবিতা-দুর্বোধ্য

জানি কিছুই দেবার ছিলোনা- কাউকেও
তবুও হৃদয় পসরা সাজিয়ে বসেছি হাটে
আজ, এখন, এ অন্তিমে মনের হয়
অজান্তে কোনো ভুল হলো কিনা
কেউ কি ফিরেছে অনাদরে?
ব্যার্থতা কি লুকিয়েছি শীতের চাদরে?

জলের আগল ঠেলে ফুটেছে যে পদ্ম
তেমনি এ হৃদয় হয় না কেন সকল হৃদয়বোধ্য?

রাজা গুহ
26/08/2021