ভালোবাসা আসলে কি!
কোনো অঙ্গীকার, অভিমান না মায়াডোর
কেনো এর আঁচে এত তাপ,
পুঁড়ে যায় চোখ, হৃদয়ে লাগে ঘোর।
যখনই দেখেছি তাকে আনমনে,
বিকেলের মায়াবী আলোয় মিশে আছে
তার চিবুক, অপূর্ব সুষমা নিয়ে-
অনিবার্য তার উপস্থিতি নিয়ে-সেই ক্ষণে
বুঝিনি কি ভালবাসা কাকে বলে?
অধোগামী এক সিঁড়ির নিচে দাঁড়িয়ে
মনে হয়নি কি, একবার অন্তত একবার
ছুটে যাই, গিয়ে বলে আসি-
যা বলা হয়নি, হয়ে ওঠেনি- ভালোবাসি।
ভাঙা আয়নার সামনে এসে দাঁড়াই
সামনে এগিয়ে দিই পৌরুষ বাহুদুটি
মনে মনে বলি, অযাচিত পাওনা আমায় মানায় না
আমি বরঞ্চ কিছুটা যোগ্য হই-সুযোগ্য হয়ে উঠি।
রাজা গুহ
20/09/2021