যেভাবে ছিলাম আমি অনেক দিনের পর
অচেনা সময়ে চেনা পথে ফিরে আসি গাছের ছায়ায়,
দেখি পড়ে আছে চাঁদের আলোয়-ছায়াময় গৃহস্থলি,
নির্বাক ভূখণ্ডে স্মৃতিমলিন আমার মাটির ঘর...
এইতো সেই প্রত্যাশিত ছায়া, বিস্তীর্ন শান্তিতে ঢাকা
অনিঃশেষ প্রান্তর- মায়াবী আলোয় মেঠোপথ ফাঁকা
এইতো সেই প্রকৃতির রূপ-দিগন্তের গ্রামে
অস্পষ্ট আলোর রেখা করে আছে চুপ
এই সেই অতন্দ্রিলা জোনাকি, একলয়ে ঝিঁঝির ডাক
ধানের শীষে লেগে থাকা দুঃখ, ঘুমন্ত মেঠো কাক
সকলেই সুখে থাক, সুখে থাক....
রাজা গুহ
01/08/2021