নিজের বুকে লুকিয়ে রাখা
আনমনা এই একলা মন
বিবাগী হতে কতক্ষন
বিবাগী হতে কতক্ষন
বোঝে কি তা আপনজন?

এ যেন সোনার খাঁচায়
লুকিয়ে রাখা অচিন পাখি
সুযোগ বুঝে ঝুপকরে
হটাৎ কখন খুবভোরে
দিতে চায় যে ফাঁকি

পূর্ণিমার রাতগুলো যে
আমার জন্যে-একলা আমার
আমার আমি একাই থাকি
রেলিং দেওয়া একফালি এক
ঝুলবারান্দা, বেতের চেয়ার
তুমিও আকাশ দেখবে নাকি?

সমস্যা নেই -চলেই এসো
এমনিতে তো দূরের তারা- স্বপ্নে মেশো

এ মন পাগল-জানো? তাই একাই থাকে
আনমনেতে হটাৎ কখন একলা বকে
একা একাই দৃষ্টি দিয়ে জোৎস্না মাপে

পাগল তো- তাই
হঠাৎ কোনো খ্যাপা কবি
মনের মাঝে রংধনু রং
দেওয়াল জোড়া তোমার ছবি

তোমায় নিয়েই সব কবিতা আকাশ জুড়ে
পথের শেষে তোমারই নিশান শুন্যে ওড়ে

বসেই আছি রুদ্ধ কারায়
অপেক্ষারাও ধৈর্য্য হারায়-
বলতে পারো আসবে কবে?
পাগল কে তো নতুন করে
                 বাঁচতে হবে...

রাজা গুহ
31/07/2021