বুকের মধ্যে ধু ধু বেলাভূমি
শীতলপাটি বিছিয়ে রাখা আছে
অন্ধকারে নক্ষত্রের নীচে
তুমি আমি মুখোমুখি বসা
কাছেই কোথাও ঝরে পড়ল
নিভন্ত কিছু  তারাখসা...

কিছুটা স্বপ্নের মতো
তোমাকে বলি -শোনো
কোনো মিছে প্রহর অপচয়
তীরে বসে শুধু বালুকনা গোনো
অবাক বিস্ময়ে বলো- তবে কি?
আমি বলি- সেই তো ভাবছি-

দেখো সামনে ওই অথই
এখানে জলরাশি আলিঙ্গন করে
হলুদ বালুকনা চরম আবেশে
যেতে পারি আমরাও
প্রতিটা জলবিন্দু ছুঁয়ে
ঢেউয়ে ঢেউয়ে সাগর গভীরে

ওখানে অগাধ মানিক রাজি
পরে থাকে অবহেলায়
অদ্ভুত এক জলীয় জগৎ
মীন বক্ষেও স্বপ্নের জন্ম দেয়
ওখানে কোনো মিথ্যার জন্ম নেই
সেই মিথ্যা - অমোঘ, যা
মানুষের ভালোবাসা কেড়ে নেয়

যাবে? তুমি যাবে আমার সাথে?
মেঘেরা বলেছে আমায়-
দেখো সঙ্গী হবে স্বপ্নে দেখা মাছ
বিদায় জানাবে সারিবদ্ধ ঝাউগাছ
এবার কাটুক রাত উত্তরের অপেক্ষায়...

রাজা গুহ
18/08/2021