কখনো কখনো এমনও হয়,
নিজের চারপাশে ভিড় করে আসা
অচেনা একাকীত্বরা শরীর স্পর্শ করে,
অবশ প্রকৃতি লাগে গাঢ় ছায়াময়।
অনেকগুলো দিন গেল, যেন অবিমিশ্র সমান্তরাল।
অস্তিত্বে জমে সবুজ শ্যাওলা, অদৃশ্য দেওয়াল।
হলুদ পাতাঝরা অবেলায় এসে দেখি,
আঙুলের ছোঁয়ায় তৈরি যে বাঁধন, পুরোটাই মেকি।
মুঠোফোনে ধরা নীল অপার্থিব এক পৃথিবী
নির্নিমেষ চেয়ে থাকা, অপেক্ষারও অধীর হয়।
এ কোন আত্মদহন? কেন জাগে শুন্যের ভয়?
কেউ কি দিয়েছিল কথা?
কেউ কি করবে যোগাযোগ?
কেন তবে অপেক্ষার এই দুঃখ সম্ভোগ?
আজন্ম এই পাপক্ষয়,
ভালো থাকার মূকাভিনয়,
মনের বাইরে দাঁড়িয়ে একা একা
শব্দহীন চরাচরে নিজেকেই দেখা..
তবুও আঁকাবাঁকা এই বিরানপথে
কিছুটা দূর যদি যেতে আমার সাথে..