সরীসৃপের শীতঘুমের মতো দিনযাপন
দেখি সামনে দাঁড়িয়ে আছে ব্যর্থ প্রেম একাকী।
প্রতিটা ব্যার্থতাই আমাকে আরেকটু শক্ত করে
হ্যাঁ, সত্যি মানুষ, মিথ্যা মানুষের মধ্যে থেকেও-
ওই, আর একটু মানুষ হয়ে ওঠা যেমন
তবুও উদাস বিকেল, তবুও মন কেমন..
সন্ধ্যামালতীর অন্ধকারে জ্বলে নীরব জোনাকি
এই জীবনের এখনো তো অনেকটাই বাকি
উঠে দাড়াই, বুক ভরে নিই শ্বাস, সামনে তাকাই..
আমি কি এবং কেন- সেটা ভালো করেই জানি।
সমসাময়িক ব্যাথারাও হয়তো অভিমানী
অথচ হৃদয়ে যেন লাগে তৃপ্তির বাতাস..
শরীরের রন্ধ্রে রন্ধ্রে কান্না জমা হয়, জমে ওঠে স্বেদ
দুর্ভেদ্য এই দুঃখ যাপন, অথচ-
কখনো আমি পাওয়া- না পাওয়ায় করিনি প্রভেদ
এখন আমার চিবুক এত শক্ত হয়ে ওঠে কেন?
আমি কি জানি- সামাজিক সার্থক কাদেরকে বলে?
কেন চারিদিকে এত এত আরো-চাই মুখ?
অসহ্য মনে হয় - এ এক অশ্লীল অসুখ..
এতবার প্রত্যাখ্যান, আগাছার মতো-
হৃদয়ের গোড়া ধরে উৎপাটন শক্ত হাতে
বিষ ছড়ানো এই বীজক্ষেত্র, আজ অশ্রুনেত্র..
আমি এসবের পরোয়া করি না
একাকী হেঁটে যাই মাথা উঁচু করে
অন্যদের অচেনা পথে, অহংকারে..
কিছুটা সন্তর্পনে চলি
যাতে কারো আঘাত না লাগে।
এই একজনের ফিরিয়ে দেওয়া
মোটেও হেরে যাওয়া নয়
আমি গোটা পৃথিবীকে করেছি আপন
নিজেকে ভীষণ ভালোবাসি আমি, বিশুদ্ধ গোপন...
রাজা গুহ
20/07/2021