শান্তির পরবাসে
এডভোকেট রজব আলী

একদিন জীবনের স্পন্দন যাবে থেমে
অতিত হয়ে যাবে
             সবকিছু
শুধু আমি হবো স্মৃতির ধূসর পান্ডুলিপি।

আদালত পাড়ায় শেষ হবে যাওয়া
আমি চলে যাবো
         শান্তির পরবাসে

যেদিন যাবো চলে হয়তো সেদিনও
ঠিক আজকের মতো থাকবে কোলাহল
থাকবে আইনজীবীদের ব্যস্ততা
রৌদ্রের দাবদাহ
অথবা বর্ষণমুখর ঝড়োদিন।

হয়তো মামলার নথি হাতে
বলবে কেউ
“বড় ভালো ছিল রজব আলী
ছিল তার মায়াময় হৃদয়খানী"
অথবা বলবে কেউ
“মারা গেল রজব আলী
জামিন হলো না আমার।
বেচারা পেল না সময় মরার।”

আমি জানি না সেদিন আদালত পাড়ায়
আমার কাফন জড়ানো লাশ
কেউ নিয়ে যাবে কি যাবে না
কিংবা বিচারক আইনজীবী
                কি মন্তব্য করবে সেদিন!
অথবা জানিনা আমি
কোথায় দাফন হবে আমার
শহরে নাকি গ্রামে
নাকি,নাম না জানা কোন এক নিভৃত কোণে।

একদিন যাবে থেমে স্পন্দন জীবনের
সেদিন ফুটবে বকুল
তার মোহিত ঘ্রাণে
ছুটে আসবে ভ্রমর
ডাকবে দুপুরে একটানা ঘুঘু পাখি
কিংবা প্রিয়জন করবে উম্মাদ আহাজারি
              শুধু থাকবো না আমি।