এ বিশ্বে সবার চেয়ে আমি বেশি দামি,
বেশি উত্তম, যৌক্তিক ও অসাধারণ।
আমায় নিয়ে করতে চেয়ে বেশি দামাদামি,
তুমি তো হারাবে দিক; তার কারণ_
আমিই তো ঠিক করেছি মোর মানদণ্ড।

এ বিশ্বে সবার চেয়ে আমি বেশি বদ,
বেশি অসৎ, অশুচি, অযৌক্তিক ভণ্ড
তুমি বোঝাচ্ছো উল্টিয়ে! আমি কমবখ্ত?
বুঝিনি আমি? বুঝেছি: এটাও ঐ কাণ্ড!

তোমার ঐ মানদণ্ডে তুমি মান দেবে
যেমন, তেমনি হবে ফলাফল। আর
আমার এ মানদণ্ডে আমি যেমনভাবে
মাপব, ফলটা হবে তেমনটাই তার।

আমাদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি বলে
এক জিনিসকে ভিন্ন সমঝি সকলে।