হুঁশিয়ার! সাবধান! হুঁশিয়ার! হুঁশিয়ার জোর হুঁশিয়ার!
সময় থাকতে বাঁচার লড়াইয়ে প্রস্তুত হও এইবার।
দেশ থেকে একবার যদি হারিয়ে যায় ভোটের অধিকার,
জনগণ থাকবে না আর দেশের মালিকানার দাবিদার;
স্বৈরাচারের ভয়াবহ সিন্ডিকেটের খপ্পরে ধ্বংস হবে দেশ,
চোখের সামনে মরবে মানুষ, বলার থাকবে না বিশেষ।
অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য- সব চলে যাবে সিন্ডিকেটের হাতে,
তোমার আহার অন্যেরা মেরে খাবে, বলা যাবে না কিছু তাতে।
ব্যাংক লুট হতে গাছ লুট সব হরিলুটই বাড়বে আরো,
আমজনতার বারোটা বাজবে, আর লুটেরার হবে পোয়াবারো।
পথে-ঘাটে বিনা ঘাটে শোষকের হাতে জনতা খাবে মার,
পাবে না তার বিচার, থাকবে না সেটা বলারও অধিকার।
কভু, দেশ থেকে একবার হারিয়ে গেলে ভোটের অধিকার,
জনগণ থাকবে না আর দেশের মালিকানার দাবিদার;
দেশ থেকে হারিয়ে যাবে ন্যায়-নীতি ও সুবিচার,
সব কিছুই দখলে যাবে স্বৈরাচারী সিন্ডিকেট লুটেরার।
কোনো দেশে কখনো শক্ত ঘাঁটি গেড়ে বসলে ফ্যাসিবাদী স্বৈরাচার,
সেই দেশের প্রকৃত মালিকানা জনগণের থাকে না আর।