ফ্যাসিবাদের সব বিভেদের দেয়াল চিরতরে করো শেষ।
দল, মত, জাতি, সম্প্রদায়_ সবার আগে বাংলাদেশ।
হে বাংলাদেশি বাঙালি, দেশটা কি শুধুই তোমার?
যেসব বাঙালি বাংলাদেশি নয়, বাংলাদেশ কি তার?
যেসব বাংলাদেশি বাঙালি নয়, এই দেশটা কি তার না?
অবাংলাদেশি বাঙালির নিকট তোমার কীইবা আছে পাওনা?
সকল বাংলাদেশির একক পরিচয়ে চলো গড়ি দেশ।।
হে বাংলাদেশি চাকমা-সান্তালি-ওঁরাও,
বাংলাদেশে বিপদ এলে কার কোলে তুমি আশ্রয় পাও?
বাংলাদেশ ব্যতীত কে আছে তোমার নাগরিক সেবা দেবার?
বাংলাদেশ ব্যতীত আর কি কোনো দেশ আছে, একান্তই তোমার?
বাংলাদেশকে ‘নিজের করে’ সকলে মিলে চলো গড়ি সকল বাংলাদেশির দেশ।।
হে বাংলাদেশি মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ও হিন্দু,
বাংলাদেশের চেয়ে কে তোমার বড় বন্ধু?
যদি বন্যায় বাংলাদেশি হিন্দুর ঘর ডুবে যায়,
কে আসে এগিয়ে, বিপদে কে বাঁচায়?
সব ধর্মে বাংলাদেশির জন্য চলো গড়ি একক স্বপ্নের স্বদেশ।।
যদি কোনো বাংলাদেশি মুসলিম কলেরায় ভোগে,
বিনা লাভে কোন দেশ ঔষধ নিয়ে হাত বাড়ায়, কাতর হয় শোকে?
বাংলাদেশি খ্রিস্টানের কবরস্থান কোন দেশে খোড়ে?
বাংলাদেশি বৌদ্ধের বিপদে কোন দেশ ঝাপিয়ে পড়ে?
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমানÑ সব বাংলাদেশির আপন ভরসার স্বদেশ।।
হিন্দু-বৌদ্ধ-মুসলমান-খ্রিস্টান, যেই ধর্মই হোক যার,
বাংলাদেশির নিকট বাংলাদেশই হোক তার প্রধান অগ্রাধিকার।
জাতি-ধর্ম যার যার, বাংলাদেশ সবার।
দলমত যার যার, বাংলাদেশ সবার।
সব বাংলাদেশির মালিকানায় চলো গড়ে তুলি এই দেশ।।
হে বাংলাদেশি বাঙালি, অবাংলাদেশি বাঙালির নিকট তুমি নও কি বিদেশি?
হে বাংলাদেশি মুসলমান, আরব মুসলমানের নিকট তুমি কি স্বদেশি?
হে বামপন্থী বাংলাদেশি, মার্কস-মাও-স্টালিন কি তোমার স্বদেশির চেয়ে আপন?
হে উদারতাবাদী বাংলাদেশি, লক-হবস-রুশো কি তোমার স্বদেশির মতন?
সকল দল, সকল মত, সকল আদর্শের চেয়ে স্বদেশি বড় মেনে গড়ো তোমার দেশ।।