বাবা -মার পর যাকে আমি,
           দিয়েছি বেশি সময়।

তিঁনি যে আর কেউ নহে,
           আমার শ্রদ্ধেয় শিক্ষক।

ছোট বেলায় কত মার খেয়েছি,
           খেয়েছি কত বকা।

তখন আমি বুঝি নিকো মারের কি যে ফল?

এখন আমি বুঝতে পেরেছি সেটা ছিল নাকো মার।
আমার জীবনের জন্য ছিল মহা আর্শীবাদ।

তিঁনি শিখিয়েছেন সালাম বরকতের রক্তে আনা ভাষা।

তিঁনি শিখিয়েছেন কাজী নজরুলের বিদ্রোহী কবিতা।

আজ কে আমি নিঝুম রাতে ভাবছি বসে একা,

শিক্ষকের মর্যাদা কেন সবার উপরে বাঁধা।