সময় তুমি কেন এতো নিষ্ঠুর ?
                   কেন এতো পাসান।

তুমি কি আমার জন্য,
                   দিতে পারো না একটু সময়।

তোমাকে আমি টাকা দেবো,
                   দেবো হীরার হাড়।

শুধু মাত্র আমার জন্য,
                   থেমে থাকো একবার।

সময় তুমি কেন এত নিষ্ঠুর,
                     কেন এতো পাসান।

এতো কিছু দিলাম তোমায়,
                       তবু থামলে না একবার।