তোমাকে কালো টিপে দেখেছিলাম গতবার
কলাপাতা পাড় জামদানী, খোলা চুল
হালকা সাজ, ভ্রুতে ভাঁজ!
তোমাকে হাসতে দেখেছিলাম গতবার
নদীর মতো বহমান, ঝর্ণার মতো খলখল
নিখাঁদ মুক্তোর দাঁত, নির্ঘুম কত রাত!
তোমাকে তাকাতে দেখেছিলাম গতবার
মায়া ঝরা অক্ষিগোলক, পক্ষ্ন যেন পালকের
একজোড়া চঞ্চল চোখ, ওতেই আমার মৃত্যু হোক!
ভাবিনি আজ তোমাকে কাঁদতে দেখবো! বিষন্ন!