ঋতু, —
আমার নীল স্বপ্ন খুঁজতে গিয়ে
পথ হারিয়ে ফেলেছিলাম ।
নীলের মোহে ফারিয়াকে না জেনে
মন দিতে চেয়েছিলাম ।
কিন্তু তার জীবন যে তানবিরকে ঘিরেই,
তা’ জানা ছিল না ।
ভুল ভাঙল—
সীমীহীন দৃষ্টির রং নীল,
আজ তোমার কাছে শিখলাম ।
কামরুল ভায়ের একটি ভুলের জন্য
আজ সে বড় একা !
সময়ের কী নিষ্ঠুর পরিহাস,
প্রেম-প্রণয়ের খেলায়,
কেউ হাসে, কেউ কাঁদে,
কেউ বা আশায় বুক বাঁধে !
তুমি যখন দূরভাষে জানিয়েছিলে—
‘আগামিকাল যদি তোমার স্বপ্নের নায়িকা
নীল বেশে তোমার সামনে আসে,
তাহলে কি তুমি......’
আমি তখনও বুঝিনি তোমার ভাষা ।
আজ সেই স্বপ্নিল প্রণয়ী রূপে
তুমি এলে আমার জীবনে ।
চলো, এবার আমরা হারিয়ে যাই—
সীমাহীন দৃষ্টির মাঝে !!
........................তোমার আবির ।