পুরাতন তুমি চলে যাও,
আর দিয়ো না সেই ডাক ।
পুরাতন তুমি এসো না আবার,
স্মৃতিগুলি প’ড়ে থাক ।
পুরাতন তুমি ফিরে চাও কেন
করুণ, বিষাদ মনে?
পুরাতন তুমি ম্লান মুখে কেন,
বিদায় দেবার ক্ষণে ?
অনেক পেয়েছি হে পুরাতন
দেবার নেই আমার ।
ভুল ক’রে তাই দিয়ে গেলাম
ভালবাসার ভার !!
.............................
হে নূতন, তুমি নতুন ক’রে
বরণ কর মোরে ।
পথিক আমি পথ হারিয়ে,
এলাম তোমার দ্বারে ।
দূর নীলাকাশ ডাকছে আমায়—
সূর্য-গ্রহ-তারা ।
সবুজ বনের পাখির কন্ঠে
সুরের ঝর্ণাধারা !
আমি শুনি বাঁশির সে সুর
আজও মধুর তানে ।
নদীর বুকে সেই কলতান,
সেই ভাটিয়াল গানে ।
নতুন প্রভাত আসুক ফিরে,
এবার নববর্ষে ।
জেগে উঠুক বাংলা আমার,
চির-নবীন হর্ষে !!