ধর্ম ধর্ম খেলা, খেলতে গেলি কেন?
কী দরকার ছিল ‘কাবা’ নিয়ে ধর্ম খেলা?
শিবঠাকুরকে গিরিরাজ হিমালয়ের
মাথায় বসালে হয়তো মানায়,
কারণ তিনি নাকি গিরিতে শয়ন করেন,
তাই নাম তাঁর গিরিশ বা গিরীশ!
কিন্তু কাবাঘরের মাথায় বসালি কেন রে?
হিংসা-রসে মত্ত হয়ে ফেসবুকে দেখালি!
লাইক্ করা বন্ধুরা এখন কোথায়?
তুই তো জানি গণধলাই খেয়ে
জেলখানায়, সুখে আছিস!
এদিকে ভেঙেচুরে তছনছ হ’ল
অগণ্য মানুষের ঘরবাড়ি,
পূজামন্দির।
কেন খেলতে গেলি ধর্ম ধর্ম খেলা?
কেন, খেলতে গেলি আগুন নিয়ে খেলা?
তুই তো আছিস বন্দীশালার আশ্রয়ে—
বলতে পারিস— কোন্ ফেসবুক বন্ধু,
এখন নিভিয়ে দেবে আগুন?
কে বাঁচাবে নিরীহদের প্রাণ?
কে দেবে তাদের আশ্রয়?
কে দেবে তাদের সুদিন ফিরিয়ে?
কে দেখাবে তাদের আশার আলো?
ধর্ম ধর্ম খেলার পরিণাম যে কত ভয়ঙ্কর
তোকে বলার মত ভাষা নেই!