মুখোশ পরে কলটা নাড়বি
কেউ টের পাবে না।
‘সত্যমেব জয়তে’ বলবি
কিন্তু সাবধানে।
না হলে ধরা পড়বি,
আর ধরা পড়লে কেলেঙ্কারী।
পাঠানকোটে যা হলো,
সব খবরে জানা গেল—
তবে কী এমন হলো রে?
এন.ডি. টিভি’র খবরে?
সরকারি নিষেধাজ্ঞা
ন’ তারিখের জন্য।
সারা দেশ প্রতিবাদে মুখর
তবুও টনক নড়েনা মুখোশদের।
কিন্তু অগণ্য জনমুখ যখন,
শীর্ষ আদালতের দোরগোড়ায়—
মুখোশ খুলে বেরিয়ে পড়ল আসল মুখ।
এবার তারা বললে—‘না,না, এন.ডি.টিভি চলুক,
বেশ তো চলুক না, কে বাধা দিচ্ছে!
মাঝে মাঝে মুখোশ পরতে হয়,
তাই ব’লে কি আমরা মানুষ নই?
আমাদের মুখ নেই নাকি?
এই তো আমাদের মুখ,
ঠিক তোমাদের মতো’।