এবার বুঝি ফেরার সময় হ’ল।
অচেনা মানুষের ভিড়ে--
কয়েকটা দিনের সোনালি স্বপ্ন!
‘সালার জঙ্গ মিউজিয়াম’,
নবাব নিজামউদ্দিনের স্মৃতি সৌধ
‘চারমহল্লা প্রাসাদ’
চারমিনার, এন.টি.আর গার্ডেন
নেহরু জু-লজিকাল পার্ক
মনে করিয়ে দেয় হায়দ্রাবাদ,
তার ঐতিহাসিক ঐশ্বর্যের কাহিনী।
অন্যদিকে জলফোয়ারার অণু-পর্দায়
অত্যাধুনিক আলোর খেলা
‘লেজার শো’ অবিশ্বাস্য কারিগরী!
সুদূর নিভৃত বনাঞ্চল ঘিরে বৈজ্ঞানিক প্রযুক্তির
অত্যাশ্চর্য অকল্পনীয় চলচ্চিত্রায়ণের প্রাণকেন্দ্র
‘রামোজী ফিল্ম সিটি’।
নবাবী শহর হায়দ্রাবাদ পরিভ্রমণে
শীতাতপ নিয়ন্ত্রিত চতুষ্চক্র স্থলযানের
আগমন শুধু বোতাম টিপলেই মোবাইলে।
আগামী প্রভাত-পূর্বে শেষ বোতাম টেপা,
অনেক সুখস্মৃতি সঙ্গে নিয়ে
এবার ফেরার পালা—আকাশপথে
আমার সবুজ দ্বীপের
ছোট্ট শহর
পোর্টব্লেয়ারে।