পুরুষ: শোনো গো পন্ডিতের ঝি--
কাশ্মীরেতে ঘর বানাইয়া করবা তুমি কী?
নারী: শোনো গো পন্ডিতের পো--
সব লোকে কয়, কাশ্মীর নাকি পৃথিবীর স্বর্গ!
পুরুষ: জানো কি, অশান্তি সেথায়?
নারী: কত আপেল পাওয়া যায়!
পুরুষ: আর, আতঙ্কবাদী আইস্যা
পীঠের ছাল ছাড়াইয়া দেয়!
নারী: আতঙ্কবাদী? সেটা আবার কী?
পুরুষ: মোদের প্রতিবেশী ভাই,
শুধু বলে খাই খাই--
ধর্মযুদ্ধে মানুষ খাবে,
গোটা কাশ্মীর চাই।
নারী: সে কি? তারা কোন্ জাতের প্রাণী?
পুরুষ:আমার মতন মানুষ, তাদের কয় পাকিস্তানি।
নারী: ও, বুঝলাম তোমার কথা। ওরা তো মুসলমান!
পুরুষ:যারা কয়-'আমি মুসলমান',আমার সর্ব উচ্চে মান
জেনো, বিশ্বমানব ধর্মকে সে, করলো অপমান।
নারী: যারা, কয় আমি হিন্দু, ভাবে অমৃতের সিন্ধু...
আল্লা-খোদায় বিশ্বাস তাদের হয়না এক বিন্দু।
নারী+পুরুষ: তবে কী হবে উপায়?
ভেবে গায়েন দাদা কয়--
'মানুষ' নামে দাও পরিচয়, এ বিশ্ব-ধরায়।
তখন বিশ্ব হবে স্বর্গভূমি, ঘরের কোনে রইবো কি?
কাশ্মীরেতে ঘর বানাইয়া করবো মোরা কী?।।