জেনি,
তোমার ভালবাসার দিনগুলি
ছিল সুখের স্মরণিকা ।
মা-হারা ছেলে ‘মিশান’,
বাবার পুনর্বিবাহ,প্রবাসী জীবন—
মেনে নিতে পারে নি।
তোমাকে আপন ক’রে পাবার—
স্বপ্ন ছিল মনে ।
রঙিন দিনগুলির মাঝে,
একদিন এল দূর নীলিমার ডাক---
তুমি সব জেনেও জানাতে পার নি
তোমার প্রিয়তম ‘মিশান’কে—
সে কষ্ট পাবে ভেবে ।
শ্বাসকষ্ট,ফুসফুস-বিকল সঙ্কেত
স্বদেশী চিকিৎসকদের ।
তবুও আশায় বুক বেঁধে,
বিদেশ যাত্রা—
নিষ্ফল প্রয়াস !
উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রা—
এই অসত্য আশ্বাসের আড়ালে ছিল
বিরহ-ব্যথার শেষ সান্ত্বনা ।
দূরভাষে শত কথার মাঝে—
বয়ে গেছে অগণ্য সময়ের স্রোত ।
তবু ‘মিশান’-বুঝতে পারে নি
তোমার না ফেরার কথা ।
তোমার চির বিদায়ের
শেষ আলোকচিত্রে, রেখে গেলে--
শেষ বাণী-স্মরণিকা –
‘মিশান--ভাল থেকো তুমি,
স্মৃতিগুলো রইল তোমার জন্য !
আমি ভালবাসি—ভালবাসি,
অনেক ভালবাসি তোমাকে !!’
*****অজানার ওপার থেকে
তোমার ‘জেনি’ ।।