বিজয়া—/ রইসউদ্দিন গায়েন
সব কথা আজ দূরে রেখে
দুর্গা-মায়ের কথা বলো ।
এই তো ক’দিন আগে শুনি
উমা বাপের বাড়ি এলো ।।
এখন কেন যাবে চলে—
ভেবে না পায় সোনা, মোনা ।
ক’দিন আগে এসেছিল,
এই তো আমার হাতে গোনা ।।
ভোলা, মিনু কেঁদেই আকুল—
চিন্তামণি ভেবে ব্যাকুল !
‘মা-মেনকা এমন কেন,
উমা পরদেশী যেন—
আরো না হয় দুদিন পরে
ফিরে যেত শিবের ঘরে’!
বললে—পাড়ার বৌ-ঝিরা সব
‘তোমার কথা কে বা শোনে ?।
শিব জানো তো অন্য রকম,
থাকে শ্মশানে-মশানে ।।
গৌরী যদি না যায় এখন
শিব হয়তো রেগে যাবে ।
তার চেয়ে বল্ ‘জয় মা দুর্গা’—
আসছে বছর আবার হবে ।।