আমি কাশ্মীর
আমি কাশ্মীর—
আমার সন্তানরা তাই কাশ্মীরী—
না হিন্দুস্তানী, না পাকিস্তানী ।
আমার সন্তানরা শুধু আমারই ।
কিন্তু ওই কালো মানুষরা তা’ বুঝতে চায়নি ।
যুগ যুগ ধ’রে তারা অত্যাচার চালিয়েছে ।
অগণ্য ক্ষতচিহ্ন আমার বুকে ।
সন্তানহারা আমি কেবল জানি
তার কী দুঃসহ যন্ত্রণা !
সন্ত্রাসীদের তো ভাষা নেই,
সমবেদনার ভাষা নেই,
মানবিকতার ভাষা নেই।
বিবেক নেই রোবটের মত ।
থাকে মারণাস্ত্র’র অহঙ্কার
আর হিংস্র হুহুঙ্কার ।
সেইসব কালো মুখ,
দেখতে দেখতে দেখতে
পার হয় সীমাহীন সময়চক্র ।
অহরহ শুনি আমার দশদিক ঘিরে
অবিরাম সন্ত্রাসী-শব্দ ।
আজ আরও ঘন অন্ধকার—
অনাহারে, অর্ধাহারে, গৃহবন্দী
আমার সন্তানরা ।
জানি না, কবে স্বাধীন-সূর্য
ঘোষণা করবে—
‘কাশ্মীরের ভাগ্য,
কাশ্মীরের জনগণই
নির্ধারণ করুক—’
না ভারত, না পাকিস্তান ।
আমি শুধু আমারই –
এই হোক সত্য-প্রতিষ্ঠা !
আর প্রত্যক্ষ সাক্ষী থাকুক
সম্মিলিত জাতিপুঞ্জ ।।