এখনো ঘুম নেই / রইসউদ্দিন গায়েন
না, এখনো আমার চোখে ঘুম নেই
রাত অনেক হ’ল ।
কষ্ট ভুলে যাই, যখন দেখি
আমার মতো অন্য কেউ বা জেগে আছে,
জেগে থাকে।
একটু আগেই আমেরিকা থেকে
প্র্রিয় কবি পল্লবের কবিতা পড়লাম---
বাঁচার অধিকার, চাই প্রতিবাদী কন্ঠ, প্রতিবাদী লেখনী।
আমার বাংলা শুধু বাংলা নয়---বিশ্ববাংলা।
আমার বাংলা সারা বিশ্ব জুড়ে।
নিদ্রাহীন, অতন্দ্র প্রহরায় রত শব্দপ্রহরী
অগণ্য তারাগুলি আমার দিকে
মিট মিট ক’রে চোখ ইশারায় বলে যায় কত কথা।
জানো কি, ওরা সেখানে কেমন আছে?
বাণীহীন ইশারায় দুর্বোধ্য সেসব কথা।
মাঝে মাঝে দু’একটা নিশাচর প্রাণির শব্দ
আর ঝিঁ ঝিঁ পোকার ডাক একটানা।
স্বদেশে পরদেশী হ’ল যারা, নিদ্রাহীন অর্ধাহারে
অনাহারে শীর্ণকায় শিশুর বন্দীদশা ।
অপমানে আত্মঘাতী প্রাণ, দিশাহীন
লক্ষ্যহীন এক অনন্ত যাত্রাপথ!!