‘এ পথে আমি যে গেছি বার বার, ভুলি নি তো এক দিনও।
আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ’ ।।
রবি ঠাকুরের এই গানটি প্রায়ই গাইতাম ।
কিন্তু তখনও বুঝি নি এই গানটি,
আমার জীবনে একদিন, সত্য হয়ে উঠবে ।
স্মৃতি-মধুর শৈশব ইতিহাস হলেও
আজও তা’ অক্ষয় আমার মনে ।
সেই গ্রাম, সেই বাসভূমি, সেই বাসাবাড়ি—
পরিবর্তনের স্রোতে আজ অচেনা ।
প্রিয় জন্মভূমি আজ আমার কাছে প্রবাস ।
একটা সত্য-কে আমি আঁকড়ে ধ’রে,
বাঁচতে চেয়েছি—
কিন্তু অপরাধ-প্রবণ ছায়া-সঙ্গীরা নিয়ে যেতে চায়—
অসত্য’র পথে, অন্ধকারের পথে ।
‘অস্ট্রেলিয়া’র ‘সিডনী’ থেকে, সাহিত্যিক
‘ইসহাক হাফিজ’ ভাই আমার জন্য লিখে পাঠালেন—
‘বাঁশি আর বাঁশে’র যুদ্ধে বাঁশের জয় হয় ।
কারণ—বাঁশি সুরের আর বাঁশ অসুরের’।
তবু অতি সাধারণ শিক্ষানুরাগী হয়ে
কবির কথায় বলি—
‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী,
আর হাতে রণ-তূর্য ’।
‘সত্যমেব জয়তে’-র প্রতি
আমার অটুট আস্থা আছে ।
তাই আজও বেঁচে আছি সসম্মান ।
অসুর-শক্তি যতই প্রবল হোক,
দনুজ-দলনী মহাশক্তি’র জয় সুনিশ্চত ।.....
আজ সেই জন্মভূমি’র পথ,
অন্ধকারে ঢাকা হলেও—
সুন্দরের পথ চির-সুন্দর !!