তৃষ্ণার সীমানা

তুমিতো   আমাকে পড়নি কখনো  কোনদিন

দেখনি ভেতটা ঘুরে কত সাদা ফুলের মতো রঙ্গিন

শুধু সংসার পাতলে  কি এ জিবন মেটাবে সমুদ্রের ঋণ

হবে কি আকাশ ও নীলিমা জানা
অথবা বালুচরের বুকে গুপ্ত পথের ঠিকানা

তোমাকে জানাতে   পাখির ড়ানার কাছে পুড়ছে  হৃদয় বিশ্বাসে তৃষ্ণার সীমানা