ওমেয়ে তোর গোপন আঁধার কে খেয়েছে বল।
কে ছুঁয়েছে ফুলের ঠোঁটে মিষ্টি কুসুম ফল।
কে দিয়েছে দুষ্ট হাতে তেপান্তরের আড়ি ।
উড়ালবাতির লজ্জা খাতির ঠিক ঠিকানার বাড়ী।
নদের দোলে শঙ্খ ছেলে নেমে ছিল জলে।
একটি শালিক সেজে ছিলাম বনফুলের ডালে।
চন্দ্র কুমার উপোষ ছিল অথৈই জোনাক চিলে।
গোপন নাীরর প্রথম শাড়ির দিব্যি পোড়া নিলে।
বুকের ভেতর তিলক বাতাস করছিল টকবক।
হারিয়ে যাই দুর্দেশেতে যেন কাশের বক।
রোদের সাথে ঘুমের হাটে বজ্রপাতের ঢেউ।
চাতক পাখি এখন আঁখি একলা পথের কেউ।