তোমার বাড়ি এলে ক্লান্ত পথ বিদায় নিতো।
বিদায় নেওয়া মোড়ে কতো বিচিত্র অক্ষরহীন রূপক কাঁথা সেলাই হতো| তোমার বাড়ি এলেই সব ভূমিষ্ঠ সবুজ|
গেঁয়ো সবুজ মেঘবরণকে বলতো- আমার লাল ঘোড়া কই?
ঐ দেখ ট্রেনের মাহফিল, সানাই সন্যাসী আসছে|
আজ রাতে নাকি পাহাড়ি বৃষ্টি হবে| বৃষ্টিতে উড়বে দুটি ভাসমান ব্রিজ|
প্লাবিত হবে আঁধারের অরণ্যানী|
প্রতিদিন তোমার বাড়ি আসি, পথ গুলো কেন জানি বিদায় দ্যায় না আর|
পথে দেখি, ফসলের চালে বালকের ঘুড়ি খেলা করেএখনও, শুধু ডানপিটে রোদ্দুর তোমাকে জ্বালাতে আসে না|
শোনা হয় না মুসাফিরের- ওকে কিছু দাও
বেদনার প্রতিমা ঝরাপাতা ওর কাছ থেকে কিছু নাও|।
একদিন তোমার বাড়ি এলেই ক্লান্ত পথ বিদায় নিতো|
Facebook id :roaring tiger srabon. E-mail: S.mahamudulhassan@gmail.com