শ্লোক

আহত পাতার ফাঁকে কি আর আড়ালে রাখ পাখি।

কার চোখে ঋণ হয়ে আছো বাকি ।

নিষিদ্ধ আঁধারে কার প্রিয় নাম ধরে ডাক  

অন্ধ বিদ্ধ গলির আগুন কোথাকার কোন বিষ ঠোঁটে লেপে রাখ।

রোজ কার দিনে সবজির বাজারও কম নয় চাষী।

বাতাবি লেবুর ঘ্রাণ দেবে জোসনার রঙ মাংশের পাশাপাশি

জলকুপ সেই বেশরম পতাকা আনাড়ি চুয়ানো   স্মৃতি ।

ঘোর লাগা ঘাটে ছায়া মুখ  তার অগাধ বিস্মৃতি।

তবু তার নতমুখ চাঁদের খোরাক ।

বেদনার নির্লোভ অগুনে আমি পুড়ি তুই ভালো থাক।