তুলে নাও বেড়ির বাঁধন,সেজেছি অন্ধের ফুল।

বন্য হাতে পোড়াও ভিখারী কাগুজে গন্ধ।

তাপের শরীরে ওঠে তিব্র জ্বর।

তৃণমূল অভিশাপ রমনীয় বর।

ঢালো আরো স্রোতের বিমুখে অবনত দাহ।

কিশোরী মাধবী বেঁধেছিল রমন বিরহ।

সহজাত অব্যর্থ চোখে, দূরন্ত রোদের আকাশ।

ছুঁয়েছিল আশরীর বাতাসী প্রলাপ।

#
অচেনা ঘাসের বুকে ভ্রষ্ট পায়ের হুলুস্থুল।

শুকনো পাতার দাবদাহে বিবর্ন সে স্কুল।