যে ফিরে গেছ ডাকিনি ফিরে
চোখের তিমিরে জোনাক জ্বলে জ্বলে
যে হৃদয় কখনও পারেনি ভালোবেসে শালিক হতে,
ভালোবাসা হয় নাকো তার ঘরে ফেরা।
দীর্ঘ রাত্রির কোলাহলে ঘুমঘোরে দরোজায় কড়া নেড়ে
দু:খিত জানায় আমাদের ভূল থেকে বেড়ে ওঠা
কতিপয় কঙ্কাল আর গোলাপ কুঞ্জ থেকে উঠে আসা কীট।
প্রিয় গাজীভাই আর নিরর্থক ঝিনুক এইতো আমি আর ঊদ্ধ গতির জীবনমূল্য
ওই তো আমাদের আদি মাতা
গন্দমের প্রলোভনে মৃত্তিকায় আসা
আর আমাদের পিপাসিত আশা।
মূলত অভিজাত সকল পুরুষপ্রাণীর একই কাজ বলাবাহুল্য ছোবলের আশঙ্কা জেনেও স্বজ্ঞানে পান করি বিষ ও নারী।
যে ফিরে গেছ ডাকিনি ফির অবিশ্বাসের বিষক্রিয়া তবু থাকে চারপাশ ঘিরে।
Face book id: Roaring tiger srabon.
E-Mail: S.mahamudulhassan@gmail.com