দরজায় ক্লান্ত  রোদ বুদ হয়ে আছে

এসেছ রক্তাত্ব হবে, ছোঁবে মুখোমুখি

ছায়ার শরীরে মেঘ আবাধ্য নগরে

বিষন্ন উন্মাদ করে দিতে চায় রাত।

অগোছালো ঘরে কত কাল পড়েনি পা

বাজেনি  পড়ন্ত শাড়ি  বাঁশিতে আঙুল।

পাহাড়ের ঢল অপেক্ষার বুনিয়াদে।

কিছু প্রেম কটা পর্ব এসেছ শেখাতে

অমূল্য সম্পদে হতে চাও জলাঞ্জলি
ব্যপ্তি দুটি হাতে দিও অগাধ অঞ্জলি

দগ্ধ বিকেলের কাছে আঁড়ি পেতে আছি

হবো অন্ধ  লুটে নেব গন্ধ মধ্য ঋনে।