কেন হঠাৎ হারাস?
তুই যাস চলে আর রাস্তাতেই থাকি।
যদি জানলাটা সরাস
দেখতি চোখে নদী, ঠোঁটেতে হাসি।
তুইত চলছিস কেউত শেষ ছায়া দেখে যায়,
শেষে মন খারাপে তার মন ঘরে ফেরায়।

কেন মিলিয়ে যাস হঠাৎ?
কিছু সত্য কথা গলায় আঁটকে রয়।
আর সময়ে কুপোকাত,
এই দুই পা খুবি অসাড় মনে হয়।
কেমন ফেরায় ফিরছে দুইটা পৃথিবী!
তবু ফিরতে চায়না মন ভীষণ লোভী!

আমি হাটতে-হাটতে, ছুটতে-ছুটতে,
মনে ডাকতে-ডাকতে, বলতে-বলতে
একসময়
ঘুম নামে, ঘুমটাও বিলাপ মনে হয়!

তুই ঘামতে-ঘামতে, চলতে-চলতে,
ঘুমে টলতে-টলতে, ঢুলতে-ঢুলতে
একসময়
আমি জানি তোর একলা মনে হয়।