কিছু গোলাপের ঘুম ভেঙে যায়
ছায়া খুঁজতে,
চোখ মুছতে আড়ালে!
কিছু গোলাপের ঘ্রান কেঁদে যায়
রাত-চাদরে
ঠোঁট আদরে জড়ালে!
কিছু কিছু শার্ট ঘামে ভিজে যায়
রোজ অপেক্ষায়,
জানেনা কী পায়!
একছুট এলেনা!
কিছু কিছু পায় কাঁটা বিঁধে যায়,
উড়ে যেতে চায়,
ডানা ঝাপটায়-
উড়তে পারেনা!
এ তালাবদ্ধ ঘর,
এ পুড়ে যাওয়া প্রেম শহর,
এ বৃষ্টি,রোদ এ ঝড়,
এ রাস্তায় বেঁধেছি ঘর!
আমি খুঁজেছি তুমি আসনি
তার পালকে জড়িয়ে হেটেছ।
আমি ভেবে যাই মনে রাখনি
আমি শুনেছি ঘর বেঁধেছ।
আমি বুঝেছি তুমি পারনি
আমি জেনেছি ভালবেসেছ!