তালতলাতে মাদুর-পাটি পেতে
দিনটা যখন কাটত ভাল গল্প-গানে মেতে-
আজ মনে পড়ার সময় বেশী নেই!
বইয়ের ভেতর গোলাপ-প্রেমের ঘ্রানে
রাত্তিটা কী খোঁজত কে বা জানে?
আজ মনে করার সময় বেশী নেই!
আমি ভীষন রকম বদলে গেছি
বদলে দিলে তুমি!
কান্না গিলে ফেলতে জানি
রোজ নিকোটিন চুমি!
তুমি নেই তাতে কী! অভ্যাসে ত মিশে.....
ভেজা পায়ে হৃদয় ফ্লটে হেটে
ধমনীতে শুদ্ধি দিলে সেঁটে,
আজ সে হৃদয়ে বাড়ছে বিষের দাগ!
অন্ধগলির দুয়ার আমার চেনা,
মেকি ভালবাসাও আমার কেনা!
তোমায় আর দিবনা ভালবাসার ভাগ!
তবু তোমায় ভালবেসেই ফেলি
ছিপি ছিপি তরল গিলি
ঠিকানাটা জানতে চেওনা!
ওকে নিয়েই থাকবে ভালো
ঘরে সুখের ধূপ-টি জ্বালো
কবিতাতে আর এসোনা!