আয়না দেখে কথা বলা
গল্প সারা রাত,
ছোট্ট বালিশ রোজ আদরে
বায়না শিখে যাক!
আর চাঁদ মামাটা জলে ডুবে
মাসটা গুনে
রোজ হাঁপাতে থাক।
হাড়ি-কুড়ি খেলনা ফেলনা আর না যেন কী?
কলম আর কাগজে কী রাগ!
ছোট্ট মুখে ফুটবে কথা বা-বা দা-দা-দি
কল্পনাটা সত্যি হয়ে যাক!
আল্লাহ যানে গোঁফ নাকি না খোঁপায় জবা ফুল!
মনে খুশী ভয় আর সংশয়-
বাবা যদি পর্দা টানে মা বেঁধেছে চুল,
চোখে চোখে কী কথা যে হয়!
এভাবে দিন গুনে গুনে
"চাঁদ মামা টিপ দিয়ে যা" শুনে..
ছোট্ট পায়ে ইতিউতি
তিথিতিথি
থিতিথিতি থিতিথিতি......
দেখিস পরিস না যেন!